ভালোবাসা এ ভালোবাসা আঘাত কেন,
      কেন দুটি জীবন সম্পৃক্ত হয় একে অপরের টানে,,, ভালোবাসা আছে তাই,,,
ভালোবাসা মনে আঘাত যন্ত্রণা বেদনা,,,!!
   ভালোবাসা মানে মায়া-মমতা করুণা,,
    
ভালোবাসা প্রাচীন ঐতিহ্য সুদূরের হাতছানি,,,
ভালোবাসা দুটি জীবন দুটি মন নিয়ে টানাটানি,,,
      ভালোবাসা নিত্য আনন্দে কখনো ভরপুর,,,
সুন্দর প্রশান্তির মাঝে, ভেঙে জানো ভাঙচুর,,,!!!
  প্রতি ভালোবাসা মানে হয়তো বা ভুল ,!!!!!
আবারো কখনো ভালবাসায় ফোটাই সুন্দরতম ফুল,
      
ভালোবাসায় আবার সঠিক আঘাত হানে,,,
আজও পায় না ভালোবাসার সঠিক মানে,,!!!
    কত জীবনের নিভৃতে অশ্রুজল,,,
ভালবাসতে যে পেয়েছে তার প্রতিফল,,,,,!!

     তবু কেন ভালোবাসা সুন্দর বাসা বাঁধে,,
ঐতো ভালোবাসায় শ্রীকৃষ্ণ রাম জয় রাধে,,,,,!
      , ভালোবাসা দেখি ঐতো মমতাজ মহল,,,
    ভালোবাসা আছে সুখ-দুঃখ ওই রংমহল,,,,!!

জানে সকলেই ভালোবাসা আঘাত দিতে জানে,,,
তবুও ভালোবাসা আছে তার ঐশ্বরিক প্রেমের টানে,  
        প্রকৃত ভালোবাসা ওর মাঝেই ফোটায় ফুল,,,!!!!
, ভালোবাসা আছে মান-অভিমান কখনো হয়তো ভুল,,,,,!!
আদি অনাদি সৃষ্টি আবহমানকাল,, ভালোবাসার কাটবেনা মায়াজাল,,,, প্রকৃত ভালোবাসা কারো প্রেম প্রভু ময়,, ভালোবাসা বিবেক ও বিস্ময়,,
ভালোবাসা গভীর অন্তরালে,,
থাকবে চিরদিন তার ঐরূপ মায়াজালে,,,,!!!