ভালোবাসা কিনে পাওয়া যায় না...
ভালোবাসা হলো মনের এক আয়না
ভালোবাসা কিনে পাওয়া যায় না।
এ নয় অন চান্স মেড বা চায়না,
ভালোবাসা কিনে পাওয়া যায় না।
যদি ভালবাসতেই হয় শুদ্ধ মন নিয়ে আয়না
ভালোবাসা কিনে পাওয়া যায় না।
ভালবাসায় শুধু শুধু নকল কেন বাইনা
ভালোবাসা কিনে পাওয়া যায় না।
এ যেন মনে হয় নকল মেড ইন বা চাইনা
ভালোবাসা কিনে পাওয়া যায় না।
প্রকৃত যে ভালোবাসা সে কেন মূল্য পায় না
ভালোবাসা কিনে পাওয়া যায় না।