কুলুষিত বাংলা কুলুষিত বধু, কুলুষিত সম নারী
রাজনৈতিক আজ পৈশাচিক হাত খোলা তরবারি,
বিচার নেই বিবেক নেই যেন হা-হুতাশ অন্ধকার,
নারীর ইজ্জত লুণ্ঠিত আজ, যেন মরু হাহাকার।
অবাধিত সমাজ, লাগামহীন, শিক্ষানীতি আজ ভুলে
শিক্ষিত সমাজ আজ তুমি মায়ের নাও কাপড় খুলে ?
একি প্রহসন! ধিক শত ধিক, কোথায় আজ সম্মান
নারীর ইজ্জত লুণ্ঠিত হয়, নেতাদের মিথ্যা আহ্বান।
বর্বরোচিত লজ্জিত, ওই পৈশাচিক অকথ্য নির্যাতন
আজ মায়ের সম্মান না দিয়ে খুলে নাও আবরণ ??
নারী আজ পণ্য রূপে , শিক্ষিত সমাজের বুকে
নারী প্রগতি বললেই হয় না শুধুই খামাখা মুখে।
প্রকৃত নারীর মর্যাদাতেই সমাজে প্রশান্তি আসে-
নীল দিগন্তে যদি তোমাদের পূর্ণিমার চাঁদ হাঁসে।
সুস্থ সমাজ তখনই প্রগতি, যেথা নারীর মর্যাদা পায়
সেখানেই ফুল ফুটে যেথা মরুভূমির মরীচিকায়।।