আমি ছন্দে ছন্দে অনুভবি বসন্তের বাতাসে
কোকিলের সেই কুহু রব ভাসিছে আকাশে।
ফুলে ফুলে সজ্জিত, খুশবু সুবাস সু গন্ধে-!
মেতে ওঠে মন এই বসন্তে হৃদয় ছন্দে ছন্দে,
অপরূপা লাবণ্যময়ী, আমার বসন্তের ফাল্গুনী
ভ্রমরের গুঞ্জন গান গেয়ে যাই শুনি প্রতিধ্বনি
মুক্ত বাতাসে ভেসে যায় পাখিদের কলরব
আজ এসেছে বসন্ত ফুলে ফুলে সজ্জিত উৎসব
উদাস মনে বাউলের গান, কখনো বা কানে
আজ এই বসন্তে হারিয়ে যাই তাহার মাঝখানে
কখনো বাঁশির সুর মোহিত করে এই ফাগুনেতে
হৃদয় মোর মন উদাসী তাইতো উঠি মেতে।