হালকা হিমেল হাওয়া, আম্রকানন মুকুলিত
বসন্ত আসিতেছে, হবে ফুলে ফুলে সজ্জিত,
গুঞ্জরিত মুখরিত, হইবে কোকিলের ডাকে,
সরিষার ফুল মধু সিঞ্চনে ওই মধু মৌচাকে।
কৃষ্ণচূড়া শিমুলের ফুলে, দিচ্ছে সে পূর্বাভাস
বসন্তের আগমনী ছাড়বে এবার শুদ্ধ নিঃশ্বাস।
কবির মনে বসন্তের চলিতেছে সে প্রবাহ ঢেউ
প্রকৃত মনে বসন্ত এলে বল তাকে থামাবে কেউ?
প্রস্ফুটিত সৌন্দর্য মনের, বিকশিত বসন্তের ফুল
ভেঙে যাক যা কিছু পূর্বের, জমানো যত সব ভুল
কোকিলের মন মাতানো, জেগে ওঠুক কুহু কুহু রব
প্রকৃত বসন্ত এলে, ফুটে ওঠে সৌন্দর্যের উৎসব।