বাংলা আমার গৌরব-
           বাংলা আমার মাটি
                   প্রেমের পরশ দিয়ে-
          গড়বো আমি খাটি..........।
                    বাংলার বায়ুর জল-
            গাছের ফুল ও ফল
    
   দূর্বা কোমল বিছা তাতে মূই "আনন্দেতে হাঁটি"।

                   বাংলা ভাষায় মধু -
          জাগায় মনে জাদু
  জ্ঞানের বিকাশ করব আমি ,তাতেই পরিপাটি

                 বাংলায় নজরুল রবি-
        আকল প্রেমের ছবি
   সুভাষ চন্দ্র বিদ্যাসাগর -বিবেকানন্দ হন খাঁটি

                 বাংলা আমার মাটি -
       বাংলায় আমার খাটি
   প্রেমের ডোরে বাধবো তারে, করতে পরিপাটি
               এ বাংলা মায়ের ছবি
     কত জন্ম নিলেন কবি"
         বক্ষে নিয়ে ভালোবাসা করবো বাটাবাটি