অশ্রু যখন সম্বল, এ পৃথিবীতে তীরে,
মায়ার বন্ধনে জীবন রাখব কেন ঘীরে?
দুঃখের মাঝেই সুখ যেথা খুঁজে নিতে হয়
এটাই তো পৃথিবীর সুন্দর আসল পরিচয়।
তবু কেন মিছা মিছি, লোভের জিঞ্জির 'পরে
বিদায় নেব সবাই কেউ শ্মশান কেউ গোরে।
অশ্রুসিক্ত জলেই, খুঁজলে জীবন জিজ্ঞাসায়,
প্রশান্তির কুঞ্জ নির্মল ভালোবাসার মোহনায়।