আনন্দ,, নাও আনন্দ দাও,,,,,
আনন্দ কান্নার মাঝেও লুকিয়ে থাকে!!!!
বিভিন্ন প্রকার আনন্দে রূপরেখা প্রবাহিত,,,
চলো তবে আনন্দকে দেখি কার কত প্রকার,,,
আনন্দ তুমি নিরানন্দের মাঝে ফোটাও হাসি,,
এক তৃষ্ণার্ত পথিক তোমার জলে ঠোঁটে হাসি,,,
অনেক দুঃখ যন্ত্রণা বেদনার ঐ মাঝে,,,,,!!!!!
তবুও প্রভুর আরাধনা য় নামাজে মত্ত সকাল-সাঁঝে,,
কেউ ক্ষুধার্তকে অন্ন দান করে পাই আনন্দ রাশি,,,
কেউ সংগীতের ডুবে দুঃখ নিও অপরকে দিয়ে যায় হাসি,,,,
কেউ লভিতে গোটা পৃথিবী আরো চাই তার আরো,,
তার আনন্দ ওইখানে যদি গোটা পৃথিবী দিতে পারো,,,
কেউ আনন্দ পায় পিতা-মাতার সেবা করার মাঝে,,
কেউ আনন্দ পায় প্রেমিকার নিখুঁত ভালোবাসার মাঝে,,,,
আনন্দ তুমি নিত্যনৈমিত্তিক বহু প্রকার ঘেরা,,
দুঃখের মাঝে দেখেছো আনন্দ,, তার বুকটি চেরা,,
কেউ ঐশ্বরিক প্রেমের টানে ক্ষুধার্ত রয় কভু,,
তবুও আনন্দে ডুবে থাকে দুঃখ পাই না তবু,,,
এদেরকে তুমি যতই বল পাগলের পাগলামি,,
তোমার আমার চাইতেও জগতে এরাই বেশি দামি,,
যারা অল্প তুষ্টি সেই আনন্দে দেখেছ সেই কথা,,
একটি ডিমে ভাগ করে খায়, এদের করুন ব্যথা,,
না ওরা অতি আনন্দ,, বিবেকের ওই মোহনায়,,
সত্যদীপ তে হালাল রুজি তাদের এই যে মন চায়,,
কেউ শুধু একটি মহান প্রেমের ওই দ্বারে,,
আনন্দ পেতে চাইছে শুধুই সোনার অলংকারে ,,
অপরকে দিতে ভালোবাসা সে বুঝেনা জাতপাত,,
এতেই করা আনন্দ থাকতে চাই এক সাত,,,,,
কেউ আনন্দ পাই অপরের ভালোই যদিও সংখ্যায় কম,,,
প্রতি নিঃশ্বাসে ছাড়ে শ্বাস-প্রশ্বাস জিকিরে রাখে দম,,,
আনন্দ তুমি বিচিত্র রূপে প্রবাহ মান ধারা,,,
যারা পবিত্র মনে নেই দুখে্্ পাই আনন্দ
তারাই সত্য ধ্রুবতারা,,,
******।