আজ বিংশ শতাব্দীর প্রগতির যুগে,
আমরা কেমন শিক্ষিত?
যেখানে বাহ্যিক চাকচিক্যের অভাব নেই,
অভাব আছে শুধু মনুষ্যত্ব ও মানবতার।
আমরা শিক্ষিত হয়েছি, বাহ্যিক আড়ম্ভর ও প্রাচুর্যতাই যে শিক্ষায় মোদের এখনো হৃদয় প্রদীপ জ্বলে না,
যেখানে এখনও মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হয় অনায়াসে, শিক্ষিতের দ্ধারা রাজনৈতিক প্রহসনে
আজ গরিব বিচার পায় না,
অনেক প্রতিভা বিনষ্ট হয়, শিক্ষিত নামে ভদ্র ধারী পৈশাচিক হাত গুলোর সংস্পর্শে,
ধর্মের নামে, ধ্বজাধারী, ধার্মিক গন মনুষ্যত্বকে জবাই করে, পৃথিবীতে করে কুলুষিত সমাজকে করে উলঙ্গ,,
যে ধর্মের মনুষ্যত্ব বিকাশ হয় না, যে শিক্ষাই বিবেক জাগ্রত হয়না, তব আমরা কি করে আধুনিক শিক্ষিত?
আমরা অনেক ডিগ্রী ডিপ্লোমা অর্জন করেছি
কিন্তু এখনও মনুষ্যত্ব অর্জন করতে পারেনি।
হাই আমরাই নাকি শিক্ষিত,
ধিক শত ধিক ঐ শিক্ষিতের নামে কলঙ্ক,
যারা প্রতিটি শিশুর রুজি রোজগারে রুটি কে আয়ত্ত করে কুক্ষিগত করে রাখে নিজের দখলে।
আর না অনেক হয়েছে শিক্ষার ফুলঝুরি বক্তব্যে কি হয়, যতক্ষণ না তোমার আমার অহিংসা মনন প্রতিষ্ঠা পায় প্রকৃত শিক্ষার মাঝে।
এসো আজ সকালেই শিক্ষিত হয়,
যেথায় নির্মল পৃথিবী শান্তি পাবে, মানুষ মানুষের জন্য,, তবেই হবো আমরা শিক্ষিত ধন্য।।