আমরা সবাই মুসাফির,এসেছি মাত্র দুদিনের জন্য
কেন তব জীবনকে করিব বৃথাই শুধু অকর্মন্য?
এ নয়তো সে চিরস্থায়ী, যা কিছু জমানো সম্পদ
ভেঙে যাবে তোমার আমার নকল গড়া সে মসনদ
পড়ে থাকবে সেসব স্মৃতি যা কিছু ভালো-মন্দ
এ পৃথিবী থেকেই না কুড়াতে পারি, সেই পরমানন্দ
যেথা জীবনের প্রকৃত শোভা মানুষ হয়েছি হায়-!
মুসাফির হয়ে না ফুল ফোটাতে পারি যদি বাগিচায়
শুধুই আমার আমার করিয়া ব্যস্ত সেকি আমার হয়
যদি না পেলাম প্রকৃত জীবনের সেই সুন্দর পরিচয়
লোভ হিংসায় জড়িয়ে যদি সেই জীবনটা হয় মাটি
কি করে মানুষ বলো তুমি আমি হইলাম তব খাঁটি?
কেন অপরকে দোষারোপ করি নিজে করিয়া ভুল!
আগে আপন আলয়ে প্রস্ফুটিত করি সেই মম ফুল
হৃদয় যদি নাই উৎসর্গ, না দিতে পারি ভালোবাসা
তবে তুমি আমি কি করে হইলাম মানুষ রূপে খাসা
মাত্র দুদিনের মুসাফির জীবনে সোহার্দ্য সম্প্রীতি
এখানেই প্রভু নিরঞ্জন মানুষের মাঝেই উপস্থিতি
সেই জীবন সমুদ্রে ঢেউ তরঙ্গ ভালোবাসার অভিপ্রায়
চলো হে পথিক ফিরে যাই সে সুন্দর মোহনায়।