মাত্র কয়েক দিনের জন্য আমরা অতিথি ভবে
এ মায়াবী পৃথিবীকে একদিন ছেড়ে যেতেই হবে
কি ফকির কি রাজা বাদশা সকলের মাটিতে ঠাঁই
যে এলো সে চলে গেল বলো? কে চিরস্থায়ী ভাই
আমরা অতিথি আমন্ত্রিত এই পৃথিবীর মাটি
বলো তার মাঝে জীবন না করিতে পারে খাঁটি
তব আমরা কিসের মানুষ? শুধু মিথ্যা শিক্ষা নামে
চারিদিকে পৈশাচিক নির্যাতন ডানে আর বামে
তবে কেন মোরা ভুলে যায়? এ জীবন হিসাব খানা
অতিথির বেশে এসে আজ হলাম সেই অন্ধকানা?
শুধু স্বার্থের তাগিদে ঝুলি শুধু আমার আমার করি
একদিন তো হিসাব দিতেই হবে,প্রভুতে নাহি ডরি
হ্যাঁ হ্যাঁ তুমি আমি মানুষ নাহি করিব সে ঐ ভুল
যে কর্মেতে তোমার আমার হারাবে জীবনের কুল
প্রেম উৎসর্গে ভালোবাসা দিয়ে আমি যে আমন্ত্রিত
না আর নয় জীবনকে করিব না কালিমা কলঙ্কিত
আমি অতিথি তুমি অতিথি সবাই চলে যাব একদিন
তবে কেন খামাখা বাড়িয়ে চলি পাপের বোঝা ঋণ
আমি আমন্ত্রিত আমার আচরণে শুদ্ধ ভালোবাসা
এই পৃথিবীতে ছড়াবো প্রশান্তি বায়ু সুন্দরতম খাসা