আমি উন্নত শির মম, চির বিকশিত
আমি মানুষ সবার আগে মুকুলিত।
আমি পৃথিবীর, শ্রেষ্ঠ বুদ্ধির নিমগ্ন সেরা
আমি বিচিত্র বৈচিত্র্যময় মায়ার বন্ধন ঘেরা।
আমি প্রেম ভালোবাসা, আকাঙ্ক্ষা যত আশা
আমিই ভাব ভাবনা চেতনা ভালোবাসা।
আমার অধিষ্ঠান, সমস্ত আকাশ বাতাস মিলে
আমিই শুরু আমিই শেষ, সমগ্র সৃষ্টি মাহফিলে।
আমি প্রভুর নিগুড় তত্ত্ব, জ্ঞান ও দীপশিখা,,
আমি মহাসমুদ্র, আমি সেই মরুভূমির মরীচিকা।
আমি উদ্বেলিত দয়াবান, আমি বীনা ওই সুর,,
আমিই মহাপ্রলয়, উদ্ভট কখনো করি ভাঙচুর।
আমিই প্রেমাগ্নি প্রেয়সীর, প্রেম উন্মত্ত ছন্দ
আমিই পদ্ম গোলাপের সুবাসিত ঐ সুগন্ধ।
আমি বীরকেশরী, বজ্র নিদান, মেঘের ওই হুংকার
আমি আসি আমিই যাই এই পৃথিবীতে বারবার।
আমি কল্পনা সপ্ন, ঝরে পড়া ওই ঝরনার জল
আমি সবুজ শ্যামলী, ঐ সম গাছের ফুল ও ফল।
আমি ঢেউ তরঙ্গ, কখনো আগুনের তপ্ত জ্বালা,
আমি সেই প্রেম প্রিয়সির ভালোবাসায় পরাই মালা
আমি সেই উচ্চরিত কণ্ঠ, মহা সৈনিক বীর,
আমি সেই মহাপ্রলয় যুদ্ধ, আমি আমাতেই স্থির।
আমি প্রজাপতির রঙিন ডানা, নীলিমার দিগন্ত
আমি আমাতেই প্রভু, আমি আমাতেই প্রশান্ত।
আমি মানুষ সৃষ্টির, অনন্ত দিগন্ত সে যাত্রাপথ
আমি পঞ্চ ইন্দ্রিয়ের সৃষ্টির ভূত-ভবিষ্যৎ।
আমি বিবেক চেতনা চিন্তা, সুন্দরের অভিপ্রায়
আমি আমার এই আমাতে, আমাকে দেখিতে পায়।
আমি ভিক্ষুক গরিব, ইবলিশ শয়তানের ওই হাত
আমি সে দিগন্ত মহা সূর্য, আমিতো আনি প্রভাত।
আমি উন্নত সম হৃদয়, যাহা কিছু সুন্দর হয়।
আমি আমাতে হারি, আমি করি আমাতেই জয়।
আমি সেই আদি অনন্ত, আমি তো নয় হীন,
আমি ঘটা আঁধারে ফোটায়, আলোক প্রভা দিন।
আমি সৃষ্টির অপরূপ সুন্দর, আকাশ বাতাস যত
আমার সানন্দে সবকিছু সৃষ্টি ঘুরেফিরে অবিরত।
আমিই নদী আমি তরী, করি সে খেয়া পারাপার
আমিই সংযোগ আমি বাধা, আমি আমি সে সংসার
আমি নব উত্থান, আমি সেই শিশুসুলভ হাঁসি
আমি সে বৃন্দাবন সুন্দরতম মক্কা গয়াকাশি।