দুর্গম সিন্ধু- এঁকেছে বিন্দু -বরফের হিমালয়--,
খসেছে উল্কা আগুনের ফুলকা আমি বুঝিনা পরাজয়
হদ হিমাদ্রি পবন গগন ওই দুর্গম নীল আকাশ
ওই সৃষ্টির যত যা কিছু আমার বনে সে দাস।
তপিত কন্ঠ বাজিছে আওয়াজ সিংহের হুংকার
করিনা ভয় -যত অভিনয়- আমি তার চেয়ে দুর্বার
পাতালে ভূতলে খেচরে ভূচরে সজাগ আমার দৃষ্টি
আমি চির মহিয়ান পদতলে যা কিছু ধরা সৃষ্টি।
আমি উন্নত শির রাখিনা জিঞ্জির মানিনা কোন বাধা
শুভ্র পরশে কে বল বেশি? সৃষ্টিতে হয়েছে সাধা!
আমি ঝটিকা তুফান মহা বৈশাখী হাহুতাশ সাইক্লোন
আমি এনেছি ধরাই সৃষ্টি রাখিনি কোন আবরণ
আমি শৌর্য-বীর্য চির বলিয়ান মহা উন্নতশির-
আমি তপঃ -তেজস্বী-লক্ষ শানিত বেদনা তীর।।
আমি ওই রঙ যত সবুজ শ্যামল ভরেছে মাটি
আমি অম্লান চিরভাস্বর আমিতো সবের খাঁটি
যত জলধি পাহাড় মরু আমি রাখি তার পদতলে
ওই সৃষ্টি যত যা কিছু,তাহারি করুনা বলে।
আমি শাণিত কলম "ক্ষুরধার" রক্তের চেয়েও লাল
আমি বজ্র নিদান পিনাকী-ভাঙ্গি পাষান জ্বাল
আমি দুর্গম ওই পারাবার সিক্ত বসন ও দেহ
আমি তপস্বী কঠোর সাধনা,আমার চেয়ে নেই কেহ
যত নির্যাস গন্ধ সুবাস আমি আমাকে ঘিরে-
ওই ভালোবাসা আমিতো দানি হৃদয় বুকটা চিরে
সত্য সনাতন চিরজাগরুক,আমার নেই সে লয়
আমি নিত্য যত যা কিছু তার ঘটে পরাজয়,
আমি ইচ্ছা যত কর্ম এ বিশ্ব ব্রম্ভা ময়-
"আমি সৃষ্টি" তবুও আমি আমি সে বিস্ময়।।