আমার ভাবনা তে যখন তুমি, অনন্ত আকাশ ঘিরে,,,
কত পথ অতিক্রম করে তবু আসি ফিরে,,!!
           আমার ভাবনা তে যখন তুমি,,

প্রসন্ন হিদয় পথ খুজে যায়, কত বহু দূর দূর,,
গান মেলাতে চাই, তাহার সনে ওই সুরে সুর,,,!!
            আমার ভাবনাতে যখন তুমি,
প্রেমের ঠিকানায় দীপ জ্বেলে যাই
তোমাকে ছাড়া আমি অসহায়,,
          আমার ভাবনাতে যখন তুমি,,
  
রজনীগন্ধা খোশবু বেলি, তাহাতে আমি প্রাণটা খুলি
     অনেক ব্যথা বেদনা,,,,,,,,, তবুও ভুলি,,,!!!!
          আমার ভাবনা তে যখন তুমি,,
সোহাগ পরশ কে বুলায়ে যায়,,,
       আমার প্রেমের ওই ঠিকানায়,,
সুন্দরতম পৃথিবীর তরে,,,
                      আলো দেখে যে তোমার ঘরে,

    আমার ভাবনা তে যখন তুমি,,,,

সপ্তসিন্ধু সাগর জলে,,, ওই আসমান নীলাচলে,,
পাহাড় মরু বন উপবন,, কানুন ও স্থলে,,
          আমার ভাবনা তে যখন তুমি,,
সুন্দর পরশ ওই ঠিকানায়, যেতে চাই ঐ মোহনায়,
যেথা রাশি রাশি,,,,, আলোর কিনারায়,,,

        আমার ভাবনা তে যখন তুমি,,
সুন্দরতম বালাখানা,, মেলাবো আমিও হিসাব খানা,
যদি ধরতে পারো ওই নিশানা নিব তোমার একটি ডানা,
             আমার ভাবনা তে যখন তুমি,,
সুরের ছন্দে কবিতা গানে, তুমি যে আমার গোপন ধ্যানে,
    পরশিয়া যাও,, আমার হৃদয় ভুবনে,,,!!!!
,,,।   আমার ভাবনা তে যখন তুমি,,,,,,!!!