আলো আলো আলো তুমি কতদূর কতদূর তোমার বিস্তৃতি............!
কোন দিগন্ত তীরে,,,
ওখান থেকে তুলব আমি মানিক মতি হিরে,,
আলো তুমি কতদূর জানাও না মুখ ফিরে,,
মোহাম্মদী নূর,, ভেসে যাই বহুদূর, সৃষ্টি অনন্ত যাহা
বোধের দিগন্ত খুলে দিলে তুমি দেখতে পাবে তাহা,
এ নয়.... মিছা সুর...…!
ভেসে যাই.. বহুদূর.....!
ঐ অনন্ত গগণ পানে,,,,
সাধারণ জ্ঞানে বুঝবে না তাহা না যদি রাখো ধ্যানে
কোথা নিতে যাও আলো
আগে নিজে হও তবে ভালো,
মিলি বে তব সুর,,,
আধ্যাত্মিক চেতন সত্য সনাতন বুঝিবে তব ওই নুর
পবিত্র পরশ,, মনের হরশ,, জলিলে ওই আলোর বাতি,,
থাকিবে না কভু তোমরা গভীর নিশিথ যদি ওই আলো হয় সাথী,,!!
যত আলো যাহা, ওই আলো হতে তাহা,
তুমি গভীরে প্রবেশ করো,,,
তোমার নিজের মধ্যে ওই সত্যটাকে যাচাই কোরিয়া
মরো,,,!!!!!!!!
চন্দ্র-সূর্য গ্রহ-নক্ষত্র যতসব আলোর ঠিকানায়,,
প্রকৃত তাহারা ঠেকে গেছে দেখো ওই আলোর মোহনায়,,,!!
সৃষ্টি অসীম দিগন্ত লোকে মহিমা রংগে খেলা,,,
বসেছিলে দেখো আল্লাহ রাসুল বিচিত্র মহিমা মেলা,,,,,!!
,,,, প্রকৃত আলো বুঝিনি তাই প্রবেশেনা তাই আলো
কি করে তব কাটিবে মোর,ঐ নিশীথ গভীর কালো,
যাহা তুমি আমি বলি নূর নবীজি নূরের চমক খেলা,,
তাকে যেন তুমি করোনা কখনো, প্রকৃত অবহেলা,,
না বুঝিলে প্রকৃত মানে হয়না জ্ঞানের সমাদর