আজি বসন্তে... মম হৃদয়প্রান্তে.....!
কত যে বাজে সুর.......!
দিক হতে দিগন্তে, কত অজানাকে জানতে--
কত পথ বহুদূর........!
কত কোকিলের ডাক-মৌমাছি ভরে মৌচাক,,
পাখির ঐ কলরব......!
আজি এ বসন্তে...! ওই দেহ-মন-প্রাণ তে..!
জেগেছে প্রেমের উৎসব.!
কত স্মৃতি গাঁথা মনে.... এ দেহ মন ও প্রাণে...!
ভাবনার ওই আকাশ....!
আজি এ বসন্তে.....! তাকে তুমি আমি জানতে
নিব ওই শুদ্ধ বাতাস---!!
কত ফুলে ফলে ভরা--! এই মোদের বসুন্ধরা-!
মেতেছে ভ্রমর ও প্রজাপতি--!
ওই পাহাড়ের ঝর্ণার জল, উঁচু-নিচু স্থল---!
সেজেছি বসন্তে আজ রূপবতী--!
কত মৌ মৌ সুগন্ধে----! কবি মেতেছে ছন্দে--!
ভালোবাসার আঙিনায়-----!!!
আজি এ বসন্তে,, ভালোবাসা হৃদয়প্রান্তে--!
মন কাড়ে ওই পূর্ণিমার জ্যোৎস্নায়--!!
কত সুন্দর সৃষ্টি----যেদিকে তাকাই দৃষ্টি---!
অবারিত অবাক ধ্বারা,,,,,,।
প্রেমের ওই ঠিকানায়---ভালোবাসার মোহনায়--
প্রকৃতি আজ পাগল পারা-!
আজি এ বসন্ত-----! করেছে জীবন্ত-----!!!
মোর দুই বাংলার মাটি----!
সৌন্দর্যের পরশ------! মনেতে হরষ,.....!
আমি তাতেই হইবো খাঁটি,!!