মানব জন্ম নিয়ে এসেছি তুমি আমি একা
কেউ তো নয় চিরস্থায়ী, অতিক্রম করে রেখা
যাবার সময় ওই একই নিয়ম চিরন্তনী বাঁধা
এসেছি একা যাবো একা এ জীবন গোলকধাঁধা
এ পৃথিবীর তরে অনেক সঙ্গী হয়তো পাওয়া যায়
কিন্তু প্রকৃত জায়গায় কয়জন থাকে সেই মোহনায়
এ একাকী জীবনীই পরিপূর্ণতা সময়ের ফাঁকে
মধু সিঞ্চন করিতে হয় জ্ঞান ও বিবেক চেতনাতে
একাকী শুধু একা নয় জীবন-এ প্রবাহ ধ্বারা,
এরই ফাঁকে উজাড় করিত হয় জীবন সন্ধ্যাতারা