এস শিক্ষিত হয়, নান্দনিক রূপ সঞ্চারে-!
মানুষ মনুষ্যত্ব অর্জন ওই বিবেকের দ্বারে।
শুধুই যদি থাকে ডিপ্লোমায় পাহাড় ঘেরা
এখনো যদি না হয়ে থাকে হৃদয় বুকটি চেরা।
সে শিক্ষাই পারে না দিতে যা মহাকল্যাণ দামি
প্রকৃত স্বভাবকে না সুন্দর করি যদিতুমি আমি।
মানুষের মনুষত্ব অশিক্ষাই পড়ে থাকবে ভুলে
কি করে জীবন শোভা পায় একটি নদীর কূলে?
বিবেক চেতনা সমুন্নত তাকেই প্রকৃত শিক্ষা কয়
শ্রেষ্ঠ জ্ঞানী তবে তখনই যবে মানুষের পরিচয়,
এস সেইশিক্ষিত হয়, যেথা আনন্দ রাশি রাশি
যেথা মহা কল্যাণে ফুটবে প্রতিটি শিশুর হাসি ,
প্রগতি পেয়েছে অনেক শিক্ষা মানুষ পেলোনা দাম
মানুষ নামের কলংক মোদের মানুষের বদনাম
কাটিয়া আঁধার কালো, এস করি সুন্দরের আহ্বান
প্রকৃত শিক্ষায় সমাজ সুস্থ আন সেই প্রতিদান।