আহা কি বাংলা-! বাংলার জাদু পথ মাঠে-ঘাটে
কত নদনদী সবুজ শ্যামল, আল দিয়ে পথিক হাটে
কত হংসী জলে ভাসমান, মাছ ধরিছে জেলে--!
জল ছিটিয়ে সাঁতার কাটে, কত যে গ্রামের ছেলে
কত টিয়া ময়না বাবুই পাখি, গাছের ডালে ডালে
কখনো পায়রা সাতটি শালিক আমার বাড়ির চালে
আম-কাঁঠালের লিচুর বাগান, সে পথে হেটে যাই
দূর্বা কোমল সবুজ ঘাসে, আমার বাংলার বাগিচায়
বাংলার আকাশ বাংলার বাতাস, জংলি ফুলের গন্ধ
কত যে কবি এ বাংলায় এঁকেছেন কবিতার ছন্দ
ছয়টি ঋতু এ বাংলায় আমার, সুন্দর সে প্রবহমান
বসন্তে কোকিলের কুহু রবে, জুড়ায় যে মোর প্রাণ
ঝরে ঝরে বৃষ্টি বর্ষা ঋতুতে, আষাঢ় শ্রাবণ বেলা
পৌষ-মাঘ শীতের আমেজ,,এ বাংলায় বসে মেলা
শরৎ আকাশ নিল নিলাভো মাঝে মাঝে মেঘ ভাসে
গ্রীষ্ম বেলায় তপ্ত দাহ,, রাত্রে পূর্ণিমার চাঁদ হাঁসে
হেমন্ত বেলায়, শিশিরের রেখা, সিক্ত করে ঘাস
এ বাংলার রুপ খানি ফুটে ওঠে সুন্দর বারো মাস
কখনো আকাশের কোলে রংধনু ঐ মেঘের কোণে
বাংলার মাটির সুগন্ধ ভালোবাসায় জাগায় মনে।
বাংলা তুমি অফুরন্ত ফুলে ফুলে সজ্জিত করো ডালি
তোমার সমৃদ্ধিতে আমাকে করো ওই বাগানের মালি
তোমার রূপখানি অতি সুন্দর, মায়া মুগ্ধ ভরা,
অপরূপ সৌন্দর্যে তোমার ছবিতে অগণিত রূপ পরা