আহা! যদি বুঝতাম এ পৃথিবীর চাওয়া পাওয়া
বেঁচে আছি এ নিশ্বাস বায়ু -চলছে তাই হাওয়া
আমার ঠিকানা আমি জানিনা সে কোন বা দূরে
এত সম্পদ হাত ছাড়া হবে সারাটা জীবন ঘুরে
যে সম্পদকে নিজ ভাবি তাহা তো আসল নয়
আহা !যদি বুঝতাম প্রকৃত সে জীবনের পরিচয়
ভালো মন্দ নিয়ে সৃষ্টি পৃথিবী আধাঁর ঐ আলো
আমার তব কেন রইল সে মনের কালিমা কালো
মানুষের রূপ নয় মানুষ আহা বুঝতাম যদি আমি
কালো গুলো সরিয়ে করতাম নিজেকে বড় দামি
কেউ নয় চিরস্থায়ী পৃথিবীর- সব অতিথির বেশে
বায়ু ফুরালেই যাইবে সেইতো প্রকৃত অচিন দেশে
তবু কেন মিছামিছা? ঘরে মিথ্যার সম্পদ ঝুলি?
আমার আত্মা শুনলো না গান সেই পরান বুলবুলি!
জীবন যেথা জীবনকে পায় সেই সুন্দর সমাবেশে
আহা! যদি বুঝতাম আমি যেতাম সেই গো দেশে!
যে প্রশান্তির কুঞ্জ প্রকৃত ঠিকানা তাকে নাহি চীনে
সেই তো বড় অসহায় হইবে ওই প্রকৃত জ্ঞানহীনে