আহা! জীবন, তুমি তো মাত্র দুদিনের জন্য-!
তাহলে পৃথিবী কে করে যাও, সে দুদিনেই ধন্য
খামাখা থাকবে কেন তুমি শিকল পরে--!
যাবেতো দুদিন বাদ, শ্মশানে বা গোরে,
জীবন তুমি তো অসহায়, নও চিরস্থায়ী
তাহলে খামাখা কেন এত শুধু চাহি চাহি?
জমানো যতই ঐশ্বর্য, ফেলে যেতে হবে-!
তুমি কি জীবন চিরদিন এই ভবে রবে ?
জীবন তোমার শক্তি ক্ষুন্ন হবে যৌবন না রয়
শুদ্ধ আঁখি-পাতে দেখো কি করুণ পরিচয়--!
এ পৃথিবীতে কেউ কারো, প্রকৃত তো নয়
জীবন তুমি তো এ পৃথিবীতে বড় ই বিস্ময়
কিন্তু জীবন, তোমার সুন্দর চলার অঙ্গীকারে
সাজিয়ে নাও পাথেয় রুপ সোনার অলংকারে।