কিছু রেখে যায় স্মৃতি চলো আগামীর জন্য
উন্নতির পথে চলুক আগামী পৃথিবীর প্রজন্ম
কিছু রেখে যায় স্মৃতি চলো আগামীর জন্য।
হোক সেটা আমার তোমার স্মৃতি সুন্দর অনন্য
হিংসা বিভেদ ভুলিয়া চলো এ ধরিত্রীর মাটি
সুন্দর করার প্রয়াসে চলো মনকে করিব খাঁটি
আমরা জাতি বিভেদ ভুলিয়া চলো ওই পথে হাঁটি
সুন্দর সবুজে-শ্যামলে হোক এই পৃথিবী পরিপাটি।
হোক আগামীটা তোমার আমার সুন্দরতম পথ
এঁকে দিব তাতেই আমরা সেই সুন্দর ভবিষ্যৎ
আমরা যে যায় জাতি হই না থাক না বিভিন্ন মত
আমরা বিবেকের মোহনায় গিয়ে দিব সে ইজ্জৎ।
প্রকৃত শিক্ষার মাঝে, ওই জ্ঞানের প্রদীপ জ্বেলে
আগামীর ভবিষ্যৎ হোক সুন্দর ওই ডানা মেলে
যত আবর্জনা যত জঞ্জাল চলো ঝেড়ে সব ফেলে
আগামীর প্রজন্ম সুন্দর পৃথিবী পাক শিশু যুবা ছেলে
সভ্যতার নামে তো অনেক হয়েছে রাশি রাশি
কিন্তু এখনো পেল না কেন প্রজন্ম শান্তির সুর বাঁশি
এখনো পেল না কেন প্রতিটি শিশু সুন্দরতম হাঁসি
চলো করি আজ এই হৃদয় কে মক্কা গয়াকাশি।
চলমান পৃথিবীতে সুন্দর হোক মোদের হাত দুটি
বুভুক্ষ কেন রইবে? তারা ও পাক ভাত ডাল রুটি,
আর কতকাল তারা বন্দিদশায় তারাকে দাও ছুটি
মনুষ্যত্ব ও বিবেক কে করি চলো শক্ত তম খুঁটি।
তবে তো আগামীর প্রজন্ম পাবে সুন্দর ইতিহাস
আমরা চলে যাওয়ার পরে করুক শান্তিতে বসবাস
চলো রেখে যায় সেই সুন্দরতম সেই বিশ্বাস,
পাক তারা পৃথিবীর পবিত্রতম শুদ্ধ নিঃশ্বাস।