আজও হলোনা খোঁজা, যার ছিল বড়ই প্রয়োজন
       আমি মানুষ হয়েও শ্রেষ্ঠ সৃষ্টির নন্দন!
খুঁজে ফিরি চলি অনেক, পৃথিবীর রূপ রস গন্ধ
           তবুও কেন আসেনা জীবনের প্রকৃত ছন্দ?

হয়তো লভিতে মন চাই, পৃথিবীর ঐশ্বর্য টাকা
     আমাকেই হলোনা খোঁজা সেখানেই কেন ফাঁকা,
আমি মানুষ হয়েছি শ্রেষ্ঠ সৃষ্টির, অফুরন্ত ডালি,
    আমি আমাকে চিনতে রাখলাম কেন তব খালি?

জীবনের মূল্যে যাহা দামি, চলো ফিরে যাই সেথা,
     চীরকল্যাণ যাহাতে, খুঁজি ফিরি চলো হেথা।
অনেক খোঁজাখুঁজি করিয়াও, জীবন নাহি পাই দাম
   বৃথা জীবনে ছোটাছুটি করিয়া ঝরালাম শুধু ঘাম?

যেথা অনন্ত গাঁথা মালা, মানুষ মহিম আকাশে
    চল খুঁজি সেথা যেথা জীবন পূর্ণিমার চাঁদ হাঁসে।