আজ কোন সভ্যতা,,,,??? কিসের সভ্যতা কিসের অঙ্গীকার!!!
       নকল বুনিয়াদ নকল প্রেমে আজ সারা বিশ্বে যে ছারখার!!!!
    সুন্দর হয় সবকিছু জানো যত বাহিরের আবরণ,
      মানুষের মনুষত্ব তার হয়েছে আজ মরন,,,,!!

শ্রদ্ধা স্নেহ মায়া-মমতা, তার হয়েছে ভরাডুবি,,,
অশ্লীলতা বেড়ে গেছে মিথ্যা বেড়েছে খুবই,,,!
     অবাক যন্ত্রণা হাহা আর্তনাদ ওই করুন সুর বাঁশি,!!
         প্রতিদিন ওই পৈশাচিক হাতগুলো কাটছে শিশুর হাসি!!!
    
কখনো ধর্মের নামে কখনো কর্মের নামে মিছামিছি খেলা,,,
   সভ্যতার যুগে এখনো করি কেন সব মানুষকে অবহেলা???
        কত বিদ্যালয় মহা মহা কত পঠন-পাঠন হয়,
         কেন তব হয় না প্রকৃত মানুষের পরিচয়,,,
যেন সত্যটাকে উপড়ে ফেলবে, মিথ্যার প্রহসন,,
মানুষ কেন মানুষ মারে শুধু অকারণ,,,,
         শুধু স্বার্থ স্বার্থ স্বার্থ,, এখন এরই অবিরাম চাকা,,,
   রাজনীতির রং লেগেছে গায়ে মিথ্যে আবরণে ঢাকা,,,
    সবকিছু যেন ভেজাল ভেজাল শিক্ষা তো ওই ভেজাল ভরা,,
খাদ্যে ভেজাল চলায় ভেজাল এ যেন নকলে পরস্পরা,,
     কোথায় গেল ওই সভ্যতা এত শিক্ষা তবুও,
মিথ্যার আশ্রয় কেন তুমি ঘুরে আসো না কভু,,?

এভাবে কি পৃথিবী চলবে বলো বলো আর কতদিন,,
খামাকা কেন করছো তারে এই পৃথিবী কে তুমি খিন
    
এস হে শিক্ষিত অশিক্ষিত মূর্খ চন্ডাল দামি,,
আমরা যেন ওই খারাপ হতে এক্ষুনি যেন নামি,
    সাজাবো পৃথিবী তুমি আমি মিলে ওই সত্য অঙ্গীকারে,,
ফিরে এসো ফিরে এসো যুবক ওই সত্য অলংকারে,,