অনেক দূর-দূরান্ত হতে, কত সাহিত্যপ্রেমী ভাই,
আসিবেন তথা বাংলাদেশে এ ঢাকার মোহনায়,!!
কত যে হবে তথা মিলনমেলা,,,,
সাহিত্য হাটের প্রেমের খেলা,!!!
ফুল ফুটিবে তথা, কবিতার মিলন প্রেমের বাগিচায়,
ইচ্ছা ছিল আমিও যাব, কবিবন্ধুদের সঙ্গী হব,,
কিন্তু কি নিয়তির পরিহাস,,!!
তবু আমি প্রাণপণে চাই, মনটা নিয়ে যাব হেথায়,
ফেলিবো সেথায় আমার ওই নিঃশ্বাস,
পাসপোর্ট পেলাম না সময়মত, তবু আমি অবিরত
ওই কবিতার ছন্দ গান ও গীতি,,,
নিত্যনন্দ প্রেমের মেলা, চলছে এরূপ মম এ খেলা,
দিতে পারলাম না তাই আমার উপস্থিতি,,
তবুও আমি প্রেমের টানে,, বসন্তের গানে গানে
বহাব তবুও শুষ্ক মরু নদী,,,
কবি বন্ধুদের প্রেমের টানে, রেখেছি আমি মনেপ্রাণে
আজ ও কাল সময় অদ্যবধি,,!!
তাই সকল সাহিত্য প্রেমের মাঝে,,,
আমিও তোমাদের ভাজে ভাজে,
থাকতে চাইতো, থাকতে চাই অবিরত,,
পরিশেষে আমার ভালোবাসা লক্ষ শত শত,,