চলো আগামীর আহব্বানে, ভরাবো প্রতিদানে,
সুন্দরের প্রচেষ্টায়--!!
পিছনের যা কিছু ভুল, ফোটাবো আগামীতে ফুল
হৃদয়ের বাগিচায়--!
যত দুঃখ বেদনা ব্যথা, থাক না থাক সে কথা
চলো আগামীর জন্য--!
মুছিয়া মনের দুরাশা,, চলো আগামীতে আশা
এ পৃথিবীকে করিব ধন্য-!