ঐশ্বর্যমণ্ডিত ঝাঁ-চকচকে স্কুল বিদ্যালয়--!
বড় বড় ডিগ্রী ডিপ্লোমা যেখান থেকে হয়-!
যেখান থেকে সভ্যতার প্রগতি ছুটে বেরিয়ে আসে
আজ এ কোন পৃথিবী, শুধু কেন কৃত্রিম পরিহাসে ?
উচ্চশিক্ষিত সন্তানরা দেখেনা মায়ের মুখের ছবি
ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হয়তো কেউবা কবি,
রক্তর সংযোগ চেনে না তারা, আজ শুধু চেনে টাকা
মনুষ্যত্ব ও বিবেক চিন্তায় এক্কেবারে কেন ফাঁকা ?
কৃত্তিম বুনিয়াদে গড়া এ শিক্ষা বিবেককে বলিদান
আজ পৃথিবীতে শুধু ফাঁকা আওয়াজ'মিথ্যা আহ্বান,
চারিদিকে শুধু হা হুতাশ, প্রশান্তি নাই তাতে-!
বড় বড় অফিসারদের যখন ঘুষের টাকা হাতে,
আত্মীয় স্বজন ছিন্ন করে, শুধু বন্ধুত্বের আয়োজন
পিতা মাতা খেদমত পায়না, পাই অন্য প্রিয় জন।
এ কেমন শিক্ষা? যে শিক্ষায় নাই ভদ্র অমায়িকতা,
তাইতো পৃথিবী জুড়ে নাই শান্তি শুধু ধুধু মরিচীকা
যতক্ষণ না প্রাঞ্জল শিক্ষা, আসবে পবিত্র অলংকারে
পৃথিবী মরবে আষ্টেপিষ্টে, থেকেও ক্ষুধার্ত অনাহারে।