এধরনির তীরে_কত বিচিত্র সৃষ্টি ঘিরে
আমি মানুষ হয়ে এসেছি
সৃষ্টিতে মায়া মুগ্ধ-চেয়ে দেখি পরিশুদ্ধ
আমি তার সঙ্গে মিশেছি
যত সৃষ্টি নিরিখে চাই-ফুল ফুটা বাগিচায়
পরোতে পরোতে সজ্জিত
যদি মানুষ না হতে পারি-পাপে হই অভিসারী
তব মানুষ হয়ে লজ্জিত-!
এ ধরনির মাটি-সেই হয় জ্ঞানে খাঁটি
যে বিবেক চেতনা দ্ধারে
কুসুমিত করে ফুল-হৃদয়ের বুলবুল
সাজাই সোনার অলংকারে