এল 2021 শুরু হলো তার দিন
সকলের তরে সকলে আমরা কেন হব ওইহিন?
দুই হাজার কুড়ি বিদায় যা কিছু করেছি ভুল
2021 এ করো অভর্থনা ফোটাতে হৃদয় ফুল।
এ পৃথিবী পাক প্রশান্তি সুন্দরের অভিপ্রায়
পৃথিবী ভরে উঠুক সুন্দর বিবেক চিন্তা-চেতনায়
সভ্যতা পাক মানুষের অঙ্গে, জ্ঞানের বিকাশ গতি
2021 পাক জ্ঞান-বিজ্ঞানের আলোয় সুন্দর প্রগতি
শুদ্ধ পবিত্র অঙ্গীকারে মানুষ মহিম মাঝখানে
ভরাবো 2021 কে, মম সুন্দর প্রতিদানে।।
সকলের তরে সকলে আমরা সকল মানুষের জন্য
চলো হে শিক্ষিত যুবক যুবতী করি তাহাকে ধন্য।।