ওগো ষোড়শী প্রিত প্রেয়সী
দেখে কপলো ভিজিলো মৃদু ঘামে,
রূপে আহারে সেকি বাহারে
ভেজি প্রণয়ো বার্তা প্রেমো খামে।
ওগো বিনোদী সখি ননদী
লয়ে কলোসি কোমড়ে এলে ঘাটে,
সেকি স্বরসে মৃদু পরশে
চলে ঘাসেরে মাড়ায়ে নিজো বাটে।
নদী কিনারায় রজকিনী হায়
লয়ে ছিঁপ হাতে বসে তবো কারনে,
কতো সাধনায় শতো বাসনায়
শেষে প্রণয়ো মাঙ্গিল তব চরণে।
ওগো প্রেমো নাথ হয়ে কপোকাত
আজি ষোড়শী নয়নে হলে বন্দী,
পেতে কাছে তায় হয়ে নিরুপায়
মনে নিরবে এঁটেছে নানা ফন্দি।
দুধসাদা দেহে আহা সেকি মোহে
ক্ষীণ লালসা ধসিলো দুটি নয়নে,
বদনেরো রঙ সাথে বাচনেরো ঢঙ
হরিলো নিদ্রা নিশী সয়নে।
চেয়ে থাকি ঠায় তব চেহারায়
যেনো বেহায়া নয়নে নাহি লজ্জা,
কমলো মুকুল যেনো ষোড়শী পুতুল
করি কল্পনা লয়ে ফুলোসজ্জা।।
©ষোড়শীর রূপে
০২-০৬-২০২০ ইংরেজি
মঠবাড়ীয়া।