কিছু কথাঃ আমাদের কবিতার আড্ডায় সবার শ্রদ্ধার ও সম্মানের একজন মানুষ সৈয়দ মোহাম্মদ আলী দাদুর জন্মদিন উপলক্ষে তার জন্য আমার নগন্য উপহার।।
মানুষটার মনের অনেক রং,
যে রঙে তিনি অনায়াসে রাঙিয়ে দিতে পারে,
শত-শত কবিতা পিপাসুদের অন্তস্তল!
সারিয়ে তুলতে পারে প্রেম, ঘৃণা হিংসা আর প্রতিহিংসার ক্ষতচিহ্ন।
কখনো লিওনার্দো দ্যা ভিঞ্চির অসাবধানতায় পরে যাওয়া
এক কৌটো গোধূলি হয়ে সমুদ্রে করেন রাজকীয় বিচরণ!
আবার কখনো বনে যান শরতের আকাশে ধবল মেঘের সাদা ভেলা,
ধবধবে সাদা।
কখনবা আবার তারুণ্যের উদ্দাম দ্যুতি ছড়িয়ে ছিটিয়ে
হ্রেষাধ্বনি তুলে ছুটে চলে উত্তর মেরু হতে দক্ষিণে!
ইউরেনাস থেকে নেপচুনে।।
©মনের রামধনু
৩১জানুয়ারি ২০২৫ বাংলা
পতেঙ্গা, চট্টগ্রাম।
#তুহিনেরকলম