মানুষের দ্বারেদ্বারে ঘুরে বেড়িয়েছি
শুধু একমুঠো ভালবাসার জন্য।
গোটা পৃথিবী তন্নতন্ন করে খুঁজেছি একখানা ভরসার কাঁধ।
উন্মাদ হয়ে ছুটে বেড়িয়েছি লোকালয় থেকে লোকারন্যে,
একটুকরো স্নেহে শীতল মাতৃক্রোড়ের সন্ধানে।
কিন্তু দিন শেষে যা পেয়েছি, তা অবহেলা।
অবজ্ঞায় ছুড়ে ফেলা হয়েছে আমাকে।
বিভৎস ঘৃণায় টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়েছে
আমার কোমল হৃদয়ের প্রত্যেকটি কোষ।
ছিন্নভিন্ন করে ছিড়ে ফেলা হয়েছে আমার অস্তি, মজ্জা, পাকস্থলী।
পায়ের তলায় থেঁতলে দেয়া হয়েছে আমার আকুতি।
সৃষ্টির শ্রেষ্ঠতর প্রাণী হয়েও মানুষ দেখিয়েছে
তাদের হীনতা, দীনতা, নির্মমতা।
আমি খালি হাতে ফিরে এসেছি ঘরে।
আহত, ব্যথিত মন নিয়ে এক পৃথিবী দুঃখ বয়ে এনেছি কাঁধে করে।
এ পৃথিবীর সমস্ত মানুষ নির্মম, তাদের হৃদয় নেই।
অথচ, আমি তাদেরই জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি,
উজাড় করে দিয়েছি আমার সব।
দিতে দিতে নিজের অস্তিত্ব নিংড়ে আজ আমি সর্ব সান্ত পরিশ্রান্ত।
আমি একটু স্বস্তি চাই, বুক ভরে নিতে চাই বিশুদ্ধ বাতাস।
আমি তোমাদের স্বার্থপর সমাজের সমস্ত মায়া কাটিয়ে
চলে যেতে চাই নির্জন পাহাড়ে কিংবা জঙ্গলে।
আমাকে তোমরা মুক্তি দাও! আমাকে তোমরা মুক্তি দাও! মুক্তি দাও...!!
©জীবনের পরিসংখ্যান
ধুমপাড়া সাগরপাড়, চট্টগ্রাম।
২৯ ফেব্রুয়ারী ২০২৪ ইংরেজি
১৫ ফাল্গুন ১৪৩০ বাংলা।
#কবিতাসংগ্রহ
#তুহিনেরকলম