পথিকের খালি পায়ে ধুলোরে শুধাই,
কোথা হতে এলে আর কোথা যাবে ভাই?
লেশ নাহি "হিমু" দের হাঁটিবারে পথ,
মনেমনে পথিকেরা করেছে শপথ।

ঊষা হতে ভানু যবে উদিলো পবনে,
হাটিতে বাহির হনু পথিকেরো সনে।
মুচকি হাসিয়া মোরে কহিলো পথিকে,
দুচোখ যেদিকে যায় যাবো সেই দিকে।

শুধানু তৃপ্ত স্বরে নিয়ে চলো মোরে,
হাঁটিয়া দেখিবো দেশ বাঁচিবো এ ঘোর।
সভ্য এ জগতে আর বাঁচিতে না চাই,
হিমুদের সাথে চলো হাঁটিয়া বেড়াই।


হিমুদের হাঁটা কভু শেষ নাহি হবে,
পাখিরাও নীড়ে ফেরে সাঁঝে কলরবে।
দিন রাত হাঁটাহাঁটি পথেঘাটে ঘুম,
শালবনে শুয়ে দেখি জোছনা নিঝুম।

হঠাৎ ভাঙিল নিদ দেখি নিজ বাটে,
সপনে দেখিতেছিনু শুয়ে শুয়ে খাটে।
হিমুরা একাই হাঁটে একা নির্জনে,
যুগে যুগে রবে তাঁরা মানুষের মনে।।


©হিমু এবং আমি
২৫-০৮-২০২০ ইংরেজি
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল।