আমি এখন বড্ড বেশি একা...
চারপাশে সব আপন মানুষ, হাজার রঙের হাজার ফানুস,
আত্বীয় আর বন্ধু মহল দিকবিদিকে দিচ্ছে টহল,
দিন শেষে এই একলা আমার বুকটা ভিষণ ফাঁকা।
আমি এখন বড্ড বেশি একা...
আমার একার এই ধরাটা, মিথ্যা প্রেমের হাতকড়াটা,
আঁকড়ে ধরে করছে হরণ, বুক জুড়ে খুব রক্তক্ষরণ,
ভালো থাকার শিকল ছিড়ে হয়নি ভালো থাকা।
আমি এখন বড্ড বেশি একা...
"
আমার একটা অতীত আছে, বন্ধু স্বজন সবার কাছে,
পছন্দের এক মানুষ বলে দিব্যি জীবন কাটতো ছলে,
অবশেষে বাড়লো বয়স হলো অনেক কিছু শেখা।
আমি এখন বড্ড বেশি একা...
আমার অনেক ইচ্ছে করে, এই পৃথিবীর অন্ধকারে,
অনেক অনেক আলোর ভিড়ে তেপান্তরের বুকটা চিঁড়ে,
শির উঁচিয়ে ফেলতে হেথায় একটু আলোর রেখা।
আমি এখন বড্ড বেশি একা...
সব আশা যে হয়না পূরণ নানান বাধা নানান কারন,
সৃষ্টিকর্তার নেহাৎ বারণ নইলে কতো আত্মহরণ,
এই ধরনীর নিথর চোখে হয়েই যতো দেখা।
আমি এখন বড্ড বেশি একা...
এডাল ভাঙলে ওডাল ধরি বাঁচতে বৃথা চেষ্টা করি,
অপয়া এই ভাগ্যটাতে ঘষামাজা দিনেরাতে,
তবুও যে এই ভাগ্যরেখা চিরাচরিত বাঁকা।
আমি এখন বড্ড বেশি একা...
বড্ড বেশি একা।।
©বড্ড বেশি একা
২১ জানুয়ারি ২০২১ ইংরেজি,
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল।