যেথায় নাচে ফিঙে চড়ুই
মাছরাঙা আর টিয়ে,
সেথায় আমার মায়ের আচল
যাওনা আমায় নিয়ে।
বিলের ধারে সবুজ ঘাসে
ঘাসফড়িংয়ের দল,
বিকেল বেলায় খেলায় খেলায়
ফিরবো আবার চল।
ডাঙগুলি আর গোল্লা ছুটে
কাটতো বিকেল বেলা,
সাতচাড়া আর বৌ-ছিদাড়া
কত নানান খেলা।
সেই খানেতে জন্ম আমার
বাংলা মায়ের কোলে,
রূপে যাহার মুগ্ধ বাহার
কলায় চামর দোলে।
শিউলি বকুল হাসনাহেনা
জুঁই চামেলি'র ঘ্রাণ,
ফুলের গন্ধে মনানন্দে
জুড়ায় সবার প্রাণ।
বউ কথা কও ডাকছে পাখি
কোকিল কুহু সুর,
শুনেই যে ভাই পরাণ জুড়ায়
আহা কি মধুর।
মাগো তোমার মাটির গন্ধ
কেমন করে ভুলি,
সন্ধে লগন পশ্চিম গগন
শিল্পীর রঙ তুলি।
সার্থক মোর মানব জনম
জন্মে তোমার বুকে,
সবুজ শ্যামল আচল তলে
রেখো সুখে দুঃখে।।