দেখতে তোমায় চাই নাকো আর, না দেই চোখে ঠাঁই;
জোর-জুলুমি আখড়া গাড়ো,
আমা হতে আমায় কাড়ো,
নয়ন মুদে আন-চাওয়াতেও, তোমায় দেখতে পাই!

দুরত্ব হোক নৈকট্যের, তোমার অচিন হই;
যত দুরই যাই না কেনো,
তুমি আড়াল হও না যেনো,
সরে যেনো বারংবারেই,তোমার নিকট রই!

বাঁচাটা হোক তোমায় ছাড়া, একা হলেও চলে;
প্রাণ তখনি ওষ্ঠাগত,
তোমায় খোঁজে অবিরত,
মূক হয়ে ঐ বুকের কাঁপন তোমার কথা বলে!

14/01/2020