"এইতো আছি,সুখেই বাঁচি",
মিথ্যা বলি শত!
ধানাই-পানাই করে কি হায়
লুকানো যায় ক্ষত?

পদ্মাবতীর বার্তা মুখে
আসে নারে শুক
এ মনেতে তার নাম তাও
বাজে রে ধুক-পুক।

এই আকাশে জ্যোৎস্না-আলো
জ্বলবে কেমন করে!
চাঁদটা যে মোর সুখের খোঁজে
আলোকবর্ষ দুরে।

মন-যমুনায় বান ডাকেনা
ভাসেনা সুখ-তরী
দৈত্যপুরেই কুঞ্জ রচে
মন বাগানের পরী।

যাতনা-দিন কেমনে ফুরায়
তুই যে অন্তরালে!
চপল হরিণ নাচে কি আর
কুরঙ্গী হারালে?

24/05/2019