আমার তরে কাঁদছ কেনো?
খুব আপনার ছিলাম যেনো;
ইচ্ছে করে মোর এ কর-এ ছোঁয়াই ওই পানি!
ঐ পারে সই যাবার আগে,
জল দিলে গো হৃদয় বাগে;
সব ফুলেতে সাজিয়ে দিতাম তোমারি ফুলদানি!
তোমার যত আহাজারি,
ভালবাসা যায় গুজারি;
সবই শুনি, তাও পারিনি— আগলে বুকে রাখি!
ডানা আছে উড়তে মানা,
নিষিদ্ধ আজ তোর সীমানা;
আমি তো সই আজ হয়েছি আন-দুনিয়ার পাখি!
বোবা নাদে বুকটা ফাটে,
তোমায় পাবে—ফন্দি আঁটে;
নিজীব চোখের তারায় দেখ— তোমায় খুঁজে পাবে!
প্রস্থিত এই তৃষিতরে,
দানলে প্রীতি দু'হাত ভরে;
অস্তপারের যাত্রাকালে আত্মা শান্তি পাবে!
হাত দুটো মোর উঠে না আর,
অন্তিমে তোর প্রেমাবতার;
বুকের ভাঁজে প্রেম জমা সব, কেমনে দিব তোরে!
এমন সোহাগ দিলে পরে,
হোক না মরণ বারেবারে;
দুর থেকে ন'য় ঊষা হয়ে ছুয়ে যাব তোরে!
21/12/2019