১৬

একটু চাহন,শক দিলি তুই;
বিঁধলি বুকে চাকু!
বোবা বনেও,কত্ত কাহন;
ওরে, ফুলন ডাকু!

লুট হয়েছি, খেয়াল বশে;
জিম্মি হল মন!
চোখের তারায়,মনো-কারায়;
রাখনা আজীবন!
25/06/2019

১৭

সূর্য হব গগন-বুকে,হবি সূর্যমুখী?
ক্যানভাসটা করে আমায়, কর না আঁকি-বুকি!
মেঘের ভেলায় আসব ভেসে,জানলা-ধারে দাঁড়া!
আসবি বলে, খুব সেজেছে, আমার মনের পাড়া!
26/06/2019

১৮

আমায় দুরে যেতে বলিস,
রোজ রাতে তুই দিস হাজিরা;
স্বপ্নে করিস বিচরন!
আমার দেশে তোর হুকুমত,
অথচ, নিষিদ্ধ আমার আনাগোনা;
এ কেমন দ্বৈত আচরন?
২৩/০৬/২০১৯