ভালবাসার নাম দিয়েছি — ইচ্ছে ভুল;
একলা থাকার নাম যেন তাই— প্রেম-মাশুল।
বিকেল বেলার নাম হোক না— একলা ক্ষণ;
ভুলে যাবার নাম রেখেছি— মরণ-পণ।
পথে নামার নাম হলো আজ— একলা চল;
দুঃখ মোছার নাম দিয়েছি— চোখের জল।
সুখে থাকার নামকে বলি— অলীক-বাস;
তার হাসিটার নাম তবে হোক—সর্বনাশ।
অপেক্ষার নাম আসলে— আত্ম-নাশ;
বেঁচে থাকার একেকটা দিন— নাভিশ্বাস।
অনুভূতির আসল নাম —দুঃখবোধ;
প্রতিঘাত না করাটাই— প্রতিশোধ।
শেষ ইচ্ছার নাম ভেবেছি— সুখী হও;
উপলব্দির নাম দিয়েছি— আমার নও।

20/01/2020