বহতা কালের ভেলা, সে চলে যায়
ভূলিতে পারিনা তো সে ক্ষণ, হায়!
মনে কি পড়ে সেই স্মৃতি মনোহর,
অমরা-বতী ধরা দিত ধরার উপর?
মনে কি পড়ে, ধরেছিলে তব বাহুবাধনে
ছুড়েছিলে আখি-বাণ মোর দু'নয়নে,
কানে কানে,চুপিসারে বলেছিলে মোর
'খুব ভালবাসিরে কবি,আমি যে তোর'?
মনে কি পড়ে -মোর ঠোঁট ছুঁলে চোখে
মন্দাকিনী আসিত তব তৃষিত ঐ বুকে,
কাঁকুই হাতে দিয়ে, আহ্লাদি চোখে
এলো-কেশ ঢেলে দিতে ধুক-ধুক বুকে?
মনে কি পড়ে, ওগো, লোক-লাজ টুটে
বক্ষেতে ডুব দিতে এসেছিলে ছুটে,
মিঠা-গাম একটাই চিবুতাম হেসে
পালা করে মুখে দিতে কত ভালবেসে?
মনে কি পড়ে মোরে, দেখো কোন খাব্-এ?
চোখ বুজে কেশ ছুলে, মোরে তায় পাবে
কি যা-তা ভাবছি! সবি গোলমেলে-
মনে যদি পড়বেই, যেত নাকি ফেলে!
21/05/2019