কবিতা মানে প্রাণের কথা , শব্দে সাজানো তাক;
কবিতা জরা দুর করে, বলে—" গ্লানি ঘুচে যাক"।
কবিতা দেয় মর্মে ছোঁয়া, সদা সত্য বাণী;
কবিতা কারো জীবনের শ্রী, সুন্দরের কানাকানি।
কবিতা সে তো জাত-কুল-মান ভেদাভেদ ভূলে যাওয়া;
কবিতা কারো সুখের পরশ, কারো বা মাতাল হাওয়া।
কবিতা জাগায় নষ্ট বিবেক —'ঘুমাবি কত আর?'
কবিতা শুনায় বধির জনতায় আর্তের হাহাকার!
কবিতা মানে উড়িয়ে দেয়া—পীড়নের রাঙাচোখ;
কবিতা কয় ধরণী মানবের ধারণযোগ্য হোক!
কবিতা দেয় ঐক্যের ডাক,বুক ফুলে দেশপ্রেমে;
কবিতা আদতে অমরার সুধা, মর্ত্যে আসে নেমে।
কবিতা বুলায় প্রিয়ার পরশ নির্জনে বসে একা;
কবিতা মানে কালো আখরে স্বপ্নপরীর দেখা।
কবিতা মানে আনমনা মন, তার কথা ভেবে কাঁদা;
কবিতা কখনো ভগ্ন বীণায় বিরহের সুর সাধা।
কবিতা মানে মুক্তোর চাষ দুব্বাঘাসের কচি প্রান্তে;
কবিতা কারো অব্যক্ত প্রেম-"আহা! তুমি যদি জানতে!"
কবিতা নাকি প্রেমিক কবির প্রিয়ার রাঙা ঠোঁট;
কবিতা কখনো আহত-জনার শব্দে লুকানো চোট।
কবিতা সে যেনো সর্বহারার বেদনা-বিধুর কাহন;
কবিতা কখনো মান-অভিমান, অনুভূতির অবগাহন ।
কবিতা যেন হারায়ে তোমারে, বারেবার ফিরে আসি;
কবিতা মানে ছাঁদে বেঁধে তারে বলি-"খুব ভালবাসি"!

16/01/2020