কে তুমি? অনাহুত ছিলে।
তবে কেনই বা এলে?
থাকবে? সাথে রাখবে?
নাকি ক্ষণিক মোহে,শিশির হয়ে এসেছ?
কেন,? আমার সাথেই কেন?
উফফ,,,,,,,,,, দাড়াও একটু ভাবতে দাও!!!!
তবে কি হ্রদ-মাঝারে বৈশাখী ঝড় আর
বজ্র - ঘূর্ণি তুলতে এসেছ?
নাকি জৈষ্ঠে পাকাধানের ঘ্রাণ নিবে বলে
সঙ্গী করেই কাছে টেনেছ?
আষাঢ়ে নাইওর যাবার কালে,তোমার শিয়রে বসব,
কী? করতে দিবে তো খুব হইচই?
নাকি শ্রাবণবানে হ্রদ-নদী মোর
বিষাদে হবে থৈ থৈ?
ভরা ভাদরে তাল নিংড়ে ভালোবাসায় গুলে
নিজ হাতে পিঠা কি খাওয়াবে?
নাকি আশ্বিন আসেনি শুনে শুনে এ মনটা
কাশফুলের সুখ-পরশটাও খোয়াবে?
পৌষের ভোরে ইঁদুরের গোলা লুট করে
আগুনে নাচিয়ে কি খাওয়া হবে?
নাকি একটু উষ্ণতার অভাবে শীতার্ত এ প্রেম,
মাঘের সন্যাসীই রয়ে যাবে!!!
কার্তিকে কি হাতে হাত রেখে,পরীটার সাথে
ধূ ধূ চরে হাঁটা হবে?
নাকি কার্তিক-শোকে, শূন্যতা বয়ে বুকে
অগ্রানটাও কেটে যাবে?
ফাগুন রাতে, চাঁদের পাশে বসে
চাঁদ দেখা কি হবে আর?
নাকি, বুকের চরে গুমরে যাবে
চৈত্রের হাহাকার?
আশংকার দোলাচলে,দুলে দুলে
এভাবে আর কতকাল?
হতে পারনা মোর রাতের আকাশ
বা স্নিগ্ধ - শূভ্র সকাল?
উফফ্,,,,,,,,,,,, ভাবতে পারছিনা আর!!!!!
(১৮/০৪/২০১৯ )