ঝরণা-স্নানে মেতেছিলে সুখে
মনে পড়ে কি,প্রিয়া?
আবারও তোমারে ভেজাতে চায়
ছুঁতে চায় তোর হিয়া।


ছড়ানো ছিঠানো পাথরে বিঁধেছিলে
কামনার জ্বালা-হুল।
তোমার আশায় বসতি গড়ে ওরা
নড়েনিকো এক চুল।

স্নানের শেষে, খোঁপা বেধেছিলে
যে ঝোপটার আড়ে।
মাতাল হয়ে দেখেছিল বলে আজ
ডাকে গোপন অভিসারে।

ঝিরিপথ ধরে ফিরেছিলে তুমি
আধ-ভেজা পরী হয়ে।
তোমায় ছুঁয়ে সেকি উচ্ছ্বাস তার
তোমারই গেছে হয়ে।

খেয়ালের বশে, খোঁপার ভাঁজে
যেই ফুল গুঁজেছিলে।
তোমারে জড়াতে বুনো গাছটাও আজ
ভরে গেছে লাল ফুলে।

যাবি নাকি, সখি,ঝরনা বিলাসে?
ঝিরিপথ ডেকে যায়।
লাল ফুলগুলো ঝরেনিরে আজও,
আছে তোর পাহারায়।

আমারেও নিস, হাতে হাত রেখে
ভিজব ঝরণা-জলে।
খোঁপায় দিব কামনার ফুল
প্রেম-মালা দিব গলে।

(২৩/০৪/২০১৯ )