একটা আকাশ মেঘের কালোয়,
একটা আকাশ ভালো;
একটা ছবি রঙচঙে খুব ,
একটা সাদা কালো!

এক কূলে ঢেউ আছড়ে পড়ে,
অন্য কুলে খাঁ-খাঁ ;
একটা পাখির আকাশ বড় ,
ভাঙ্গা আরেক পাখা!

একটা হৃদয় হাওয়ায় দোলে,
অন্য ঝড়ে উড়ে;
প্রেমের আঁচে উষ্ণ যে কেউ,
কেউ বা তাতে পোড়ে!

কারো রাতি জ্যোৎস্না-বিলাস,
নিকষ কালো কারো;
কারো নিকট বিজয় মালা
হার-মানা ঐ হারও!

কারো বাঁশি স্বপ্ন বুনে ,
কারো বিষাদ গায়;
মন-ঘুড়ি তোর আকাশজুড়ে,
কারো সুদূর ধায়!

এক সিঁথিতে সিঁদুর উঠে,
কেউ বা সাদা শাড়ি;
'তুমি' কারো আঙুল ফাঁকে
কেউ দে সাগর পাড়ি!

এক বিরহ আবেগ বাড়ায়,
একটা রোজই পোড়ায়;
এক আকাশেই ফানুস উড়ে,
কেউ যাতনা উড়ায়!

১১/০৮/২০১৯