মোমবাতি কি অবিরতই
চমক আলো আঁকে?
মাঝখানে তার সলতে পুড়ে
দহন জ্বালা থাকে।

পাষাণ দেখে ভাব কি সই
শক্ত খোলস-গড়া?
চোখ বুজে তার অশ্রু দেখ—
ঝর্ণা হয়ে পড়া!

বিনিদ্র এই জোড়া চোখে
ক্লান্তি আসে ভোরে!
অপলকে স্বপন-তৃষায়
গিলেছে বন্ধুরে!

তারাগুলো হারায় না সই
লুকায় সুরুজ আড়ে;
হারিয়ে যাওয়া বন্ধুটা ঐ
ডাকে বারে বারে!

05/09/2019