মেয়ের বাবা হব শুনেই
স্বপ্ন-খোয়াব দেখি
আসবে আমার ছোট্ট ঘরে
বেহেশতি এক পাখি।

পাখিটা তো আসবে নীড়ে
আর কিছু মাস গেলে।
মাকে বলি," মা পাচ্ছি,
তুই খুঁজে নে ছেলে।"

বুকের ভাঁজে পেতে দিব
মা-পাখিটার নীড়
আদর,সোহাগ,শাসন পাব
স্বপ্ন করে ভীড়।

খাটের পাশেই দোলনা হবে
অনেক অনেক প্ল্যান
ক্ষণগুলো খুব দীর্ঘ লাগে
ফুরায় নারে কেন্?

প্রসব ব্যাথায় বউটা যখন
কাতর হয়ে উঠে।
আমার তখন পাখির আশে
মুচকি হাসি ঠোঁটে।

আসতে গিয়ে বাবার কোলে
দমটা দিল ছাড়ি
নিঠুর পাখি মান করেছে
বাপের সাথে আড়ি।

স্বার্থপর তুই কেমনে হাসিস,
বসে স্বর্গ 'পরে?
তোর কাছে আসতে রে মা
বুক ধড়ফড় করে।

তোর ছেলেও মান করেছে
ওরে ওমা পাখি।
আদর করে মান ভাংগাতে
নিস না কেন ডাকি?


  (২১/০৪/২০১৯ )