আগস্ট মানে নেতার শোকে
কাঁদ্ বাঙালি কাঁদ্।
আগস্ট মানেই মেঘের কালোয়
একটা নিখোঁজ চাঁদ।
আগস্ট মানে আমি নাকি
মীর-জাফরের জাত!
আগস্ট মানেই স্বাধীন ভূমে
অপশক্তির হাত।
আগস্ট মানে বিশ্বাস-ঘরে
অবিশ্বাসের বাস।
আগস্ট মানেই নিজের গলায়
নিজেই পরাই ফাঁস।
আগস্ট মানে পোষা নাগের
হঠাৎ করা 'ফোঁস' ।
আগস্ট মানেই হাসনা-হেনার
আমৃত্যু আফসোস।
আগস্ট মানে ধূলায় লুটায়
অবুঝ রাসেল প্রাণ।
আগস্ট মানেই দূর্বা ঘাসে
তাজা রক্তের ঘ্রাণ।
আগস্ট মানে বঙ্গ প্রাণে
ভীষণ বুলেট জ্বালা।
আগস্ট মানেই দেয়ালে পিঠ
পাল্টা-ঘাতের পালা।
আগস্ট মানে দূর্গ গড়ো,
রক্ত দিবো আরো।
আগস্ট মানেই, "রুখবি কে তুই?”
সাধ্য নাই কারো ।
আগস্ট মানে সব হারিয়েও
আবার স্বপ্ন বোনা।
আগস্ট মানেই শুরুর শুরু
এক দুই তিন গোনা।
(২৩/০৪/২০১৯ )