তুই আমার অন্তর্লোক , মন খারাপের দেশ।
কষ্ট-গলা নদী রে তুই, ভাসি অনিঃশেষ
তুই যে আমার স্বপ্ন-পরী স্বপ্নেই শুধু দেখা।
তোকে চাওয়ার মানে বোধ-য়,জলেতে জল লেখা।
তুই আমার আবডালে-দুখ ,সুখের ছদ্মবেশ।
তুইতো আমার প্রেমের বীণায় করুণ রাগের রেশ।
তুই আমার নাদান বুকে, জন্ম শত বার।
তুই যে আমার ভাঙ্গা নায়ের অকূল পারাবার।
তুই আমার খোলা দিলে, বন্ধ প্রেমের তালা।
মরুর মরু তুইতো আমার, বুকে চিতার জ্বালা।
তুই আমার হারনো সুর, মেঘের কালোয় চাঁদ।
তুই হলি মোর বোবা বুকের গুমরে যাওয়া নাদ।
তুই আমার হাজার মাঝে,নিঃসঙ্গের দোষ।
সব পাওয়াতেও তুই যে আমার শূন্যতার আফসোস।
২৯/০৪/২০১৯