খোলা চুলে ঢুলুঢুলু চোখ
আমার ভাগে জোটে না।
তোর হাসি-তোর দুখের সাথী
আমার হওয়া উঠে না।
আহা! তোর আয়নাটার অনেক ভাগ্য!
তোর গলাতে লেপ্টে আমায়
গান শুনাতে দিস না।
ওটার মত কভু আমায়
ঠোঁটের ভাঁজে নিস না।
ওগো! হেড-ফোনটা করে নে আমায়!
তোর খোঁপাতে আটকে গিয়ে
শিহরনে জাগি না।
গোপনে প্রেমে , ঐ ঠোঁটেতে
আমি তো আর লাগি না।
সত্যি! চাঁপাফুলটাও চাঁদ-কপালে!
পরীটার ঐ সফেদ হাতে
রিনিঝিনি সুর সাধি না।
বুকের ঘরে আগলে ধরে
স্বপ্ন বসত বাধি না।
উফফ! হাতের চুড়ি কেমনে হব?
(২২/০৪/২০১৯ )